শেরপুরে এনসিপির পদযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৭ জুলাই ২০২৫

শেরপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মাহবুব চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ স্কয়ারে এসে শেষ হয়।

পদযাত্রা উপলক্ষে শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর সমাবেশে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে আসেন সংগঠনের নেতাকর্মীরা।

শেরপুরে এনসিপির পদযাত্রা

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার চৌধুরী নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।