নিউইয়র্কে গুলিতে নিহত

পুলিশ অফিসার দিদারুলের বাড়ি মৌলভীবাজারে শোকের ছায়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশের অফিসার দিদারুল ইসলামের (৩৬) বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার সন্তান।

পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে জন্মস্থান মৌলভীবাজারে কুলাউড়ায় ও‌ আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কসে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে ট্রাফিক বিভাগ থেকে নিয়মিত ইউনিটে বদলি করা হয়।

ঘটনার দিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী দায়িত্ব পরায়ণ ডেভন তামুরা নামের এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এনওয়াইপিডি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন।

এদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্য খন্দকার আব্দুল্লাহ জানান, আমরা নিহত কর্মকর্তার পরিবারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

ওমর ফারুক নাঈম/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।