নীলফামারীতে হিজড়া-পুলিশ সংঘর্ষ
নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের অভিযান চালাতে গিয়ে জিআরপি পুলিশের সঙ্গে হিজড়াদের সৎঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার এ সংঘর্ষে ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে তিতুমীর আন্তঃনগর ট্রেনটি সৈয়দপুর স্টেশনে পৌঁছা মাত্র অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আহসান হাবিবের নেতৃত্বে জিআরপি থানা পুলিশ ট্রেনে চেরাচালানি মালামাল উদ্ধারে অভিযান চালায়। এসময় ভারতীয় হরলিক্স ও জিরা আটক করে পুলিশ। কিন্তু হিজড়ারা তাদের আটককৃত মালামাল ফেরতের দাবি জানিয়ে স্টেশন প্লাটফরমে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে।
পরে হিজড়ারা জোটবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা এবং মারধরসহ তাদের লাঞ্ছিত করে। এতে জিআরপি থানার কনস্টেবল সুজন (৩৮) ও রবিউল ইসলামসহ (৩৮) আহত পুলিশ সদস্যদের সৈয়দপুর ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জন হিজড়াকে আটক করেছে পুলিশ।
সৈয়দপুর জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জাগো নিউজকে জানান, হিলি সীমান্ত থেকে অবৈধ পথে হিজড়া কর্তৃক নিয়ে আসা ভারতীয় জিরা-হরলিক্স জব্দ করায় তারা ক্ষুদ্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছে। হিজড়াদের গ্রেফতারে অভিযান চলছে।
জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি