বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৯ জুলাই ২০২৫

চাঁদপুরের মতলব দক্ষিণে বাবার মৃত্যুর চার ঘণ্টা পর শোকে মারা গেছেন ছেলেও। এ ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মো. আবুল হাসেম খান (৬০) ও তার ছেলে মো. সোলেমান খান (৩০)।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন মো. সোলেমান খান)। দুদিন পর একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল হাসেম খান মারা যান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে তিনিও মারা যান। ওইদিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দুজনের মরদেহ দাফন করা হয়।

সোলেমানের ছোট ভাই শাহজালাল খান বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে বাবা-ভাইকে হারালাম। এ কষ্ট কোনোদিন ভুলতে পারব না। ভাইয়ার আয়ে চলত আমাদের সংসার। এখন কী করবো জানি না। এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো গ্রামের জন্য অপূরণীয় শোক।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এটি সম্পূর্ণ অসুস্থতাজনিত মৃত্যু।’

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।