যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত

রতনকে হারিয়ে দিশেহারা মা-বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের ম্যানহার্টনে সন্ত্রাসীদের গুলিতে মৌলভীবাজারের কুলাউড়ার দিদারুল ইসলাম রতন (৩৬) নিহত হয়েছেন। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে এক যুবকের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়।

দিদারুল ইসলাম রতনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায়। বাবার নাম মো. আব্দুর রব ও মায়ের নাম মিনারা বেগম। রতনের সঙ্গে তার স্ত্রী সেখানে বসবাস করেন।

রতনের ফুফু তাহেরা বেগম দুলি বলেন, ‘তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। ও খুব শান্ত, ভদ্র, মেধাবী ছেলে। আমেরিকায় পুলিশে চাকরি করত। তাকে নিয়ে কত গর্ব করতাম আমরা।

তিনি বলেন, ‘নিউইয়র্কে থাকা রতনের মা-বাবা, স্ত্রী ও বোনরা দিশেহারা হয়ে পড়েছেন। হাসপাতাল থেকে মরদেহ বুঝে নেওয়ার সময় তারা সবাই ছিলেন।'

রতনের জন্ম বড়লেখা উপজেলার শিক্ষামহল গ্রামে। তার বাবা আব্দুর রব দীর্ঘদিন কুয়েতে কর্মরত ছিলেন। পরে কুলাউড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রতন ২০০৯ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষ করে যুক্ত হন নিউইয়র্ক পুলিশ বিভাগে।

ওই এলাকার শিক্ষক আবু জাফর বলেন, ‘রতন আমার ছাত্র ছিল। মাগুরা এলাকার গর্ব সে। দেশে থাকতে সে ভালো খেলোয়াড় ছিল। তার মৃত্যুতে আমাদের ক্রীড়াঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।’

ওই এলাকার হাসিম খান ভূট্টো বলেন, রতন আমাদের এলাকার গর্ব। পড়াশোনায় সে অনেক ভালো। আমেরিকায় গিয়ে পুলিশে চাকরি পেয়েছেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওমর ফারুক নাঈম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।