মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১০:০১ এএম, ৩০ জুলাই ২০২৫

বরিশালের বাকেরগঞ্জে নেশার টাকা না পেয়ে ঘরে ভাঙচুর ও মা-বাবাকে মারধর করলে বাবার আঘাতে হাসান গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী সুরুজ জানান, নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে নেশার টাকার জন্য সে ঘর ভাঙচুর ও তার মা-বাবাকে মারধর করেন। এসময় নিহতের বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে পুত্রের মাথা ও ঘাড়ে কয়েকটি আঘাত করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানা সূত্র জানায়, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছেন। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওই পরিবারের নিকটাত্মীয় শাহজাহান জানান, নিহত হাসান একজন মাদকাসক্ত। ঘটনার কিছু আগে সে তার মা-বাবার কাছে নেশার জন্য পাঁচ হাজার টাকা চায়। টাকার দিতে অস্বীকৃতি জানালে সে ঘর ভাঙচুর করে। এসময় তাকে বাধা দিতে গেলে সে তার মা-বাবাকেও মারধর করে। ওই সময় তার পিতা জাফর গাজী লোহার পাইপ দিয়ে কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে সংগঠিত হলেও এটি একটি হত্যাকাণ্ড। মামলা এজাহার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।