ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
জামালপুরে ট্রেনের ধাক্কায় এরাশদ সায়েম সিজু (২৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সেখেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ সায়েম সিজু জামালপুর সদরের আড়ংহাটী গ্রামের সেরেকুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী জানান, বিকলে সাড়ে ৩টার দিকে জামালপুর শহরের সেখেরভিটা এলাকায় রেল লাইনের পাশ দিয়ে এরশাদ সায়েম সিজু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হেঁটে যাচ্ছিলো। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি সিজুকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা মুর্মূষু অবস্থায় সিজুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শুভ্র মেহেদী/এআরএ/এমএস