সুনামগঞ্জে জামায়াত-শিবিরসহ গ্রেফতার ৩৫


প্রকাশিত: ০৫:০৪ এএম, ১২ জুন ২০১৬

জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বিভিন অপরাধমূলক মামলায় সুনামগঞ্জ থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২৮ জন, কার্যবিধির ১৫১ ধারায় জামায়াতের এক সদস্য, এক শিবিরকর্মী এবং নিয়মিত মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর-রশিদ জানান, জেলায় সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।