খ্রিষ্টান ব্যবসায়ী হত্যা : আরো একজন গ্রেফতার


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ জুন ২০১৬

নাটোরের বনপাড়ায় খ্রিষ্টান মুদি ব্যবসায়ী সুনিল গোমেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির অপর ভাড়াটিয়া মনোয়ারা বেগম মনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

রোববার দুপুর ৩টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সোমবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নাটোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সুনিল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, সুনিল গোমেজ হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন সূত্র থেকে তাকে সন্দেহ করা হয়। পরে মোবাইল ফোন ট্যাকিং করে শনিবার রাতে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা বেগম মনিকে গ্রেফতার করে নাটোরে আনা হয়।

রোববার দুপুর ৩টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক সোমবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।