নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৪:২১ এএম, ০৬ জুন ২০১৬
ফাইল ছবি

নাটোরের বনপাড়ায় সুনিল গোমেজ নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন জানান, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে গীর্জায় যান সুনিল গোমেজ। সেখানে প্রার্থনা শেষে নিজ বাড়িতে রাস্তামুখী মুদি দোকানে বসেন তিনি। এরপর দুপুর ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন দোকানে জিনিস কিনতে গিয়ে সুনিল গোমেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান তারা।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা সুনিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এই ঘটনায় রাতে নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

রেজাউল করিম রেজা/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।