নেত্রকোনায় শিক্ষা কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৩ জুন ২০১৬

নেত্রকোনার আটপাড়া ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো রেইন্ট্রি গাছ, পুরাতন ঢেউটিন ও ইট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রিয়াজ উদ্দিন, আটপাড়া উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সালামের বিরুদ্ধে এ মামলা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুরা আক্তার শেলী।

মামলার বিবরণে জানা গেছে, আটপাড়ার ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুরা আক্তার শেলী অসুস্থতাজনিত কারণে ছুটি নেন। এই সুযোগে গত ২৯ এপ্রিল বিদ্যালয়ের লক্ষাধিক টাকা মূল্যের একটি রেইন্ট্রি গাছ, বিদ্যালয়ের হাফ বিল্ডিংয়ের তিন কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘরের ৫০ হাজার টাকা মূল্যের টিন ও দশ হাজার টাকার ইট বিক্রি করে তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে ২ মে মামলার বাদী শিক্ষিকা মাসুরা আক্তার শেলী এ ব্যাপারে জানতে চাইলে তাকে কোনো সদুত্তর না দিয়ে উপযুক্ত শিক্ষা ও চাকরিচ্যুত করার ভয় দেখানো হয়।

এ ব্যাপারে অ্যাড. আবদুল কাদির সত্যতা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সুবিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে।

আটপাড়া উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা জাগো নিউজকে জানান, মামলার বিষয়ে তার কিছু জানা নেই।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রিয়াজ উদ্দিন জাগো নিউজকে জানান, কি বিষয়ে মামলা হয়েছে জানা নেই।

কামাল হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।