কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৪ জুন ২০১৬

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামানকে লাঞ্ছিত করার অভিযোগে সোমবার বিকেলে মামলা হয়েছে।

উক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।
 
অভিযোগ মতে, রোববার দুপুর দেড়টার দিকে সোহরাব হোসেন জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ওই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  সাদেকুজ্জামানকে লাঞ্ছিত করেন। সেখান থেকে বের হয়ে কার্যালয় চত্তরে হরেন্দ্র নাথ রায় ও জাহাঙ্গীর আলম নামের দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপরও চড়াও হন।
 
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান অভিযোগ করে বলেন, কাঠালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার দিন দুপুর দেড়টার দিকে আমার কার্যালয়ে এসে বোরো ধান সংগ্রহে তার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে কম সংখ্যক কৃষকের নাম অন্তর্ভূক্ত হওয়ার অভিযোগ তুলে আমাকে লাঞ্ছিত করেছেন। এরপর তিনি আমার কার্যালয় থেকে বের হয়ে বাইরে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর চড়াও হন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মফিজ উদ্দিন শেখ জাগো নিউজকে জানান, সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলাটি রেকর্ড করা হয়েছে।
 
জাহেদুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।