ঝালকাঠি সদর হাসপাতাল : ভ্যাকসিন শূন্য ৭ দিন


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৪ জুন ২০১৬

ঝালকাঠি সদর হাসপাতালসহ জেলায় কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য এন্টিরেবিট ভ্যাকসিন নেই। ৭ দিন ধরে ভ্যাকসিন শূন্য থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ভ্যাকসিন শূন্য হয়ে গেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে ঢাকার প্রধান কার্যালয়ে যোগাযোগ করেছে কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, তাদের কাছে এই ভ্যাকসিন আপাতত নেই।

নতুন অর্থবছরে ভ্যাকসিন কেনার পর জেলা পর্যায়ের চাহিদা অনুযায়ী পাঠানো সম্ভব হবে। ঝালকাঠি জেলায় প্রতি মাসে ১৩২ থেকে ১৪০টি ভায়েল (ইনজেকশন) প্রয়োজন হয় এবং প্রতিটি ভায়েল থেকে চারজন কুকুরে আক্রান্ত রোগীকে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়।

বর্তমানে বাজারে ফার্মাসিউটিক্যাল কোম্পানির এজাতীয় ভ্যাকসিন পাওয়া যায়। কিন্তু একেকটি ভায়েল ৫০০ টাকায় কিনতে হয়। অর্থশালীদের পক্ষে এই উচ্চমূল্যে ভ্যাকসিন ক্রয় করে চিকিৎসা নেয়া সম্ভব হলেও সাধারণ ও গরিব মানুষের পক্ষে সম্ভব নয়। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র রোগীদের।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. আ. রহিম জানান, ঢাকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে আসার জন্য লোক পাঠানো হবে। এলেই রোগীদের ভ্যাকসিন দেয়া হবে।

আতিকুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।