নেত্রকোনায় বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে
নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনায় বিএনপির ৩৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর কবীর শিপন এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, সদর উপজেলার আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাবুর রহমানের পিটুয়া নির্বাচনী ক্যাম্পে বিএনপির প্রার্থী শফিউল্লাহ কর্মী সমর্থকরা গত ২৮ মে রাত সাড়ে ১১টার দিকে মশাল জ্বালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী আলতাবুর রহমান বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬১ জন নেতাকর্মীকে আসামি করে ২৯ মে রাতে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে বিএনপির ৬১ জন নেতাকর্মী মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায়। পরে আদালতের বিচারক আলমগীর কবীর শিপন মামলায় ৩৮ জন আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান দেন।
কামাল হোসাইন/এআরএ/এমএস