সুন্দরবনে ৪০ জেলে অপহরণ
পূর্ব সুন্দরবনের চান্দেশর ও কাতলা এলাকায় ৪০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বনদস্যু রুস্তুম ও পানিরাজা বাহিনীর সদস্যরা যৌথভাবে বুধবার রাতভোর মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে এসব জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
জেলেরা সমুদ্রে মাছ আহরণ করে সুন্দরবন উপকূলে আশ্রয় নেয়ার পর ট্রলারে হামলা চালিয়ে তাদের অপহরণ ও মালামাল লুটে নেয় বনদস্যুরা।
বৃহস্পতিবার সন্ধায় বাগেরহাটের শরণখোলা উপজেলা জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী জেলে অপহরণের খবর নিশ্চিত করেছেন।
দুলাল ফরাজী জানান, জেলেরা সমুদ্রে মাছ ধরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশর ও কাতলা এলাকায় আশ্রয় নেয়। এসময় সশস্ত্র বনদস্যুরা মুক্তিপণের দাবিতে প্রত্যেক ট্রলার থেকে একজন করে মোট ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, খুলনা, চরদুয়ানী ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন জানান, জেলেদের অপহরণের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত: দুবলাচরসহ ১১-টি শুটকি পল্লীতে বর্তমানে শুটকি আহরণ মৌসুমে ২৫ হাজারের অধিক জেলে রয়েছে। এরা সারাক্ষণ সশস্ত্র দস্যুদের আতঙ্কে উদ্বিগ্ন থাকেন।