বাজার মনিটরিং করায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে


প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৮ জুন ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাজার মনিটরিং করার কারণে রমজানেও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সরকারের কঠোর নজরদারির কারণে বাজারে এখন ফরমালিনযুক্ত ফল খুঁজে পাওয়া যায় না।

শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট পবিত্র রমজান মাসেও মানুষ হত্যা করে এদেশে জঙ্গিবাদ কায়েমের চেষ্টা করছে। ভিন্ন ধর্মের লোকদের হত্যা করে তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র জনগণই প্রতিরোধ করবে। জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু শামীম আজাদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

আতিকুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।