লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম
লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। গত বুধবার রাতে লিবিয়া আল-জাওয়াইয়া শহরের মুক্রুত এলাকায় ঘটা এ দুর্ঘটনা অনেক পরিবারকে নিঃস্ব করেছে।
নিহতরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে মোস্তফা কামাল (৩২) ও পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আফজাল হোসেনের ছেলে বেল্লাল হোসেন (২৮) ও আলী হোসেনের ছেলে আবু হানিফ (২৭)।
এ ঘটনায় আহত শ্রমিক দুলাল খান (৩৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুলাল খান মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের আ. ছত্তার খানের ছেলে।
জানা গেছে, ওই শ্রমিকরা ইফতার তৈরির জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা রুমে ছড়িয়ে পড়ে। এতে রুমে থাকা বেল্লাল হোসেন, চুন্নু বিশ্বাস, মোস্তফা কামাল, দুলাল খান ও হানিফের শরীর আগুনে ঝলসে যায়।
পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্টাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর ত্রিপলীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঠবাড়িয়ার মোস্তফা কামাল, পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের বেল্লাল হোসেন ও হানিফ মারা যান। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় চুন্নু বিশ্বাসের মৃত্যু হয় বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন। অপর আহত দুলাল খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে নিহত মোস্তফা কামালের দক্ষিণ বন্দরের বাড়িতে গিয়ে দেখা গেছে স্বজনদের আহাজারি। স্ত্রী খাদিজা বেগম জানান, আমার দু’টি অবুঝ ছেলে সন্তান নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াব। বড় ছেলে জাহিদ হাসান স্থানীয় কেএম লতীফ ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ছোট ছেলে মাহিন এর বয়স ৫ বছর।
জানা গেছে, দেড় বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে দালালের মাধ্যমে অবৈধ পথে লিবিয়া পাড়ি জমান মোস্তফা। লিবিয়া যাওয়ার পর কোনো মতে কাজ জুটলেও কোনো টাকা-পয়সা বাড়িতে পাঠাতে পারেননি। বাড়িতে টাকা-পয়সা না পাঠানোর কারণে তার গোটা পরিবার মানবেতর জীবন-যাপন করতো।
পুত্র শোকে পাথর মোস্তফার বৃদ্ধা মা রাবেয়া বেগম কান্না জড়িত কণ্ঠে মরদেহ সরকারি ভাবে দেশে ফেরত আনার দাবি জানান।
বাকরুদ্ধ বড় ভাই শহিদুল ইসলাম জানান, মোস্তফা বিদেশে যাওয়ার সময় যাদের কাছ থেকে ধারদেনা করেছিল, মৃত্যু সংবাদ শুনে তারাও টাকার জন্য তাগাদা দিচ্ছে।
এদিকে মোবাইলফোনে পাথরঘাটার নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সেখানেও চলছে শোকের মাতম।
এসকেডি