বাগেরহাটে খালে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০২৫
খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ

মোংলায় একটি খাল থেকে ভেসে আসা নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা ব্রিজ সংলগ্ন খালে গ্রামবাসী মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকালে মরদেহটি খালের পাড়ের একটি গাছের সঙ্গে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি খালের পানিতে অন্য কোথাও থেকে এখানে ভেসে এসেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৪/৫ দিনের, তাই পচে উঠেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটিকে খালে ফেলে দেয় কোনো অসৎ পরিবার। এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আবু হোসাইন সুমন/কেএইচকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।