বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৯ জুন ২০১৬

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার জন্য বাবাকে হত্যার দায়ে ছেলে মো. কামাল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.শফিকুল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন অ্যাড. কার্তিক চন্দ্র দত্ত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ নভেম্বর সকালে রাজাপুরের রোলা গ্রামে মো. কামাল হোসেন তার মা জয়তুন্নেছাকে এক ছড়া পাকা কলা ঝুড়িসহ মাথায় তুলে দেয়ার জন্য বলেন। বৃদ্ধ মা মাথায় ঝুড়ি তুলে দেয়ার সময় তা মাথা থেকে পড়ে গিয়ে পাকা কলা নষ্ট হয়ে যায়। এ ঘটনার রেশ ধরে কামাল হোসেন বাবা সিরাজ হাওলাদারের (৬৫) কাছে ৫০০ টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে বাবার মাথায় আঘাত করেন কামাল। এতে বাবা সিরাজ হাওলাদার অজ্ঞান হয়ে পড়লে তাকে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কামাল হাওলাদার পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন তাকে আটক রাজাপুর থানা পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় কামাল হোসেনকে একমাত্র আসামি করে তার মা জয়তুন্নেছা রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারেক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আতিকুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।