উজানের ঢলে তিস্তায় পানি বাড়ছে


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২১ জুন ২০১৬

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বাড়ছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে নীলফামারীর তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এখানে বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছিল ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানায়, উজানের ঢলে পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। একই সূত্র মতে সকাল ৯টায় দশমিক ২ সেন্টিমিটার পানি কমেছে ডালিয়া পয়েন্টে।

এদিকে উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের কালিগঞ্জ, হাতিবান্ধা ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী বেষ্টিত চরগ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা।

জাহেদুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।