এইচএসসির ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২১ জুন ২০১৬

নীলফামারীর ডিমলায় ৩টি কলেজে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি বিষয়ে ১৫০ টাকা ও স্বাক্ষরের জন্য ২৫০টাকাসহ বাধ্যতামূলক ৪শ টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে কোনো খাতায় স্বাক্ষর করছেন না সংশ্লিষ্ট প্রভাষকগণ।
 
ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ, জনতা মহাবিদ্যালয় ও ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে ব্যবহারিক পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার আগে ফরম পূরনের সময় রশিদের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার নির্ধারিত ফি আদায় করা হয়। ব্যবহারিক প্রতিটি খাতার জন্য ১৫০ টাকা ও স্বাক্ষরবাবদ ২৫০ টাকাসহ ৪শ টাকা উত্তোলন করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে সংশ্লিষ্ট কলেজ শিক্ষকগণ ব্যবহারিক খাতায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, ডিমলা ইসলামিয়া কলেজের মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক রেজাউল কবীর রেজা ও জনতা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম টাকা না পাওয়া পর্যন্ত খাতায় স্বাক্ষর করবেন না বলে জানান। শিক্ষার্থীরা রোববার থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে অতিরিক্তি ফি আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট কলেজের প্রভাষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজের প্রভাষকদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযােগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, অতিরিক্ত ফি নেয়া হলে তা ফেরত দেয়ার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষগণকে বলা হয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।