কুষ্টিয়ায় পৃথক ছুরিকাঘাতে দুই যুবক খুন


প্রকাশিত: ০৬:২৬ এএম, ২২ জুন ২০১৬

কুষ্টিয়ায় পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আড়ুয়াপাড়ার ইয়াসিন আরাফাত লাল্টু (২২) ও দৌলতপুর উপজেলার দরিপাড়া গ্রামের জানারুল ইসলাম (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুরে ধারের টাকা লেনদেন নিয়ে শ্যালক জানারুল ইসলামের সঙ্গে দুলাভাই রফিকের বাক বিতণ্ডার এক পর্যায়ে দুলাভাই রফিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে জখম করে।

আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী জানারুল ইসলামকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক দুলাভাই রফিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত পৌনে ১২ টায় শহরের আড়ুয়াপাড়ার চেয়ারম্যান মোড়ে প্রতিবেশী লিটনের ছুরিকাঘাতে ইয়াসিন আরাফাত লাল্টু (২২) নামে এক কলেজছাত্র আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লাল্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আলমগীর হোসেন আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, টাকা লেনদেন সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে রফিক তার শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। হত্যাকারী রফিককে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।