রাকসু ভিপি
জাতির অগ্রগতির জন্য শক্তিশালী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) ভিপি বলেছেন, একটি জাতির অগ্রগতির জন্য শক্তিশালী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের নৈতিকতা, দায়িত্ববোধ ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাকসু ভিপি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল কৌশলে আমাদের সামাজিক মূল্যবোধ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মের মাঝে অবক্ষয়ের বীজ বপন করার অপচেষ্টা হয়েছে। কিন্তু আমাদের তরুণরা পথ হারায়নি। ছাত্রশিবিরসহ ইসলামী ছাত্র সংগঠনগুলো তরুণ প্রজন্মের কাছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির বার্তা পৌঁছে দিয়েছে। যে কারণে আমাদের তরুণরা আজ পথহারা বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলেছে।
তিনি বলেন, আমাদের কেবলমাত্র ইহকালের সফলতার জন্য কাজ করলেই হবে না, আবার কেবলমাত্র পরকালীন মুক্তির জন্য কাজ করলেও হবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ইহকালে আমরা সফলতা পাই এবং পরকালেও মুক্তি পেতে পারি।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ, ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুর রহিম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মনির হোসেন ও মার্কেটিং বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।
ক্যারিয়ার গাইডলাইন সেশন পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলার সেক্রেটারি ওবাইদুর রহমান খান, সাবেক ছাত্রনেতা আব্দুল হক মোল্লা, ডাকসুর ফজলুল হক মুসলিম হলের ভিপি খোন্দকার আবু নাঈম, মাওলানা আবু তালিব ও জেলা সভাপতি মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আশার আলো শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের হাতে গেলাপফুল,কোরান শরিফ, ডায়েরি,বইসহ বিভিন্ন উপহার তুলে দেন তারা।
এম শাহজাহান/কেএইচকে