দেওয়ানগঞ্জে ফেনসিডিলসহ নারী আটক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ সোনাভান (৩৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৪। শনিবার দুপুর ১টার দিকে পৌর এলাকার ডালবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি হায়াতুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ী গ্রামের তোতা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তোতা মিয়ার বাড়ির পেছনে পলিথিন ব্যাগে থাকা ফেনসিডিলসহ তার স্ত্রী সোনাভানকে আটক করে র্যাব।
পরে সোনাভানকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি