নেত্রকোনা সরকারি কলেজকে বাস উপহার দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৫ জুন ২০১৬

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা সরকারি কলেজকে একটি বাস উপহার দিয়েছেন। শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের হাতে বাসের চাবি হস্তান্তর করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুলবাস উপহার দিয়েছে বাংলাদেশের ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড। প্রধানমন্ত্রী ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই ১০টি বাস উপহার হিসেবে দিয়েছেন।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে ‘বিজয়’ নামে এ বাসগুলো স্ব-স্ব উপহার দেয়া হয়েছে।
প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ১০টি গাড়ির চাবি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। পরে প্রধানমন্ত্রী এই ১০টি গাড়ির চাবি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজির আহমেদ, ইফাদ অটোজ লিমিটেডের এমডি তাসকিন আহমেদ ও পরিচালক তাফসিল আহমেদ।

নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ বাসটির চাবি হাতে পাওয়ার পর জানান, নতুন “বিজয়” নামের বাসটি প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেছি। এতে ৩৫টি আসন রয়েছে। কলেজের শিক্ষকদের নিয়ে পরামর্শ করে কীভাবে বাসটি চলবে তার সিদ্ধান্ত নেয়া হবে।

বাস হস্তান্তরের পর প্রধানমন্ত্রী ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াতকে আরো সহজ করবে। তারা আরো ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এ ধরনের কর্মকাণ্ডে ইফাদ গ্রুপের মতো অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

কামাল হোসাইন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।