ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে বন্ধ ছিল দোকানপাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে বন্ধ ছিল সব ধরনের দোকানপাট।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব দোকানপাট বন্ধ ছিল। এদিকে ওসমান হাদির মরদেহ নলছিটিতে না আনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকাবাসী।

হাদির এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, হাদি আমাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছে। ওর মতো প্রতিবাদী ছেলে এই বাংলায় জন্ম হবে কি না জানি না। ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওরে জান্নাতবাসী করুক।

নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি আমাদের নলছিটির সন্তান। আমরা তাকে হারিয়ে সবাই মর্মাহত। তার মতো হাদি এদেশে জন্ম হবে না। তার মরদেহ নিজ গ্রামে না আনায় হাদির স্মরণে শহরের সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়।

এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।