জামালপুরে ট্রেনের তেলসহ দুইজন আটক


প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩০ জুন ২০১৬

জামালপুরে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় ৩৫০ লিটার তেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার গভীর রাতে সদর উপজেলার নান্দিনা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- নান্দিনা এলাকার মো. আকরাম হোসেন (৩৫) ও মো. অলি (২১)।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, সদর উপজেলার নান্দিনা রেলওয়ে স্টেশনে দাঁড়ানো অবস্থায় বঙ্গবন্ধু সেতু থেকে ময়মনসিংহগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে তেল চোরাকারবারির ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ডিজেল চুরি করছিল।
 
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার সময় নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩৫০ লিটার ডিজেলসহ তেল চোরাকারবারি দলের সদস্য আকরাম ও অলিকে আটক করা হয়। আটকদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে হায়াতুল ইসলাম খান জানান।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।