বিশ্ব শান্তি কামনায় শেষ হলো জাকের মঞ্জিলের উরস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬

আখেরি মোনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী উরস শরীফ শেষ হয়েছে মঙ্গলবার (১৩ জানুয়ারি)।

এসময় বিশ্ব শান্তি ও সমৃদ্ধি এবং অর্নীতির মুক্তির কামনার বিশেষ দোয়া করা হয়।

উরশ উপলক্ষে গত চারদিন দেশ বিদেশের লাখো ভক্তের পদভারে মুখরিত ছিল ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণ।

উরস শরীফ চলাকালে খাজাবাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব আগতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন।

মহাপবিত্র এ বিশ্ব উরস শরীফে দেশ-বিদেশের লাখো আশেকান, জাকেরান ও ভক্তরা দূরদূরান্ত হতে ব্যাকুল হৃদয়ে এ মিলনমেলায় ছুটে আসেন। উরস শরীফে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও সমবেত হয়ে মঙ্গল কামনায় প্রার্থনা করে থাকেন।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।