সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৩ জুলাই ২০১৬
ফাইল ছবি

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ক্রেনের উপর থেকে পড়ে মামুনুর রশীদ (৪৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোজাম্মেল হক মোজাম নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকাল দশটার দিকে রেলওয়ে কারখানার বগি শপে ক্রেন সার্ভিসিংকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

কারখানা সূত্রে জানা যায়, রোববার থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। কিন্তু ঈদের ছুটির মধ্যেও কারখানায় বগির শপে ওভারটাইম (অতিরিক্ত কর্মঘণ্টা) হিসেবে বগি মেরামতের কাজ চলছিল। কারখানার ক্রেন শপের শ্রমিক ফিটার মামুনুর রশীদ ও ফিটার মোজাম্মেল হক মোজাম বগি শপে এসে যথাক্রমে ১০ নম্বর এবং ১১ নম্বর ওভারহেড ক্রেন সার্ভিসিংয়ের কাজ করছিলেন।

এসময় ক্রেনের ওপরে থাকা শ্রমিক মামুনুর রশীদ ও মোজাম্মেল হক মোজাম আকস্মিক নিচে পড়ে যান। ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে তারা দুজন ক্রেন থেকে নিচে পড়ে যায়।
 
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মামুনুর রশীদের মৃত্যু হয়। নিহত শ্রমিক দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর হাশিমপুর গ্রামের মৃত. আবুল বাশারের ছেলে।

আহত অপর শ্রমিক মোজাম্মেল হক মোজামকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সৈয়দপুরের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের বাসিন্দা।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেন।

জাহেদুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।