কুমারখালীতে যুবককে গলাকেটে হত্যা


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৪ জুলাই ২০১৬

কুষ্টিয়ার কুমারখালীতে হান্নান শেখ (৩২) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হান্নান শেখের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান শেখ রোববার বিকেলে বোয়ালিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সকালে কুমারখালী উপজেলার মিরপুর গ্রামের মাঠে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে হান্নানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিচয় নিশ্চিত করে।

হান্নান বোয়ালিয়া গ্রামের একজন চিহিৃত চোর ছিলেন। চুরির টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা নেই। তদন্তের পর নিশ্চিত হয়ে বলা যাবে।

আল-মামুন সাগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।