প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট : গ্রেফতার ১


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৮ জুলাই ২০১৬

পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ছবি অশ্লীল বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শেখ নাছির উদ্দিন ওরফে জাকির (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পত্তাশী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির উপজেলার ওই গ্রামের মহারাজ শেখের ছেলে।

জাকির নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করলেও খোঁজ নিয়ে জানা যায় মাদরাসায় পড়াশুনা রত অবস্থায় ছাত্র শিবির সঙ্গে সম্পৃক্ত ছিল। ইন্দুরকানি থানা ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করলে জাকিরের বিষয় কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শেখ নাছির উদ্দিন ওরফে জাকিরকে গ্রেফতার করা হয়।

হাসান মামুন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।