চাঁপাইনবাবগঞ্জে হাতবোমাসহ দুই জেএমবি আটক
চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০টি তাজা হাতবোমাসহ সন্দেহভাজন দুই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার সুন্দরপুরে গোপন বৈঠককালে রোববার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের ইসলামপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে পল্লীচিকিৎসক সাইফুদ্দিন ওরফে সাইফুল ওরফে জামাল (৪০) ও সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামের হারুনুর রশিদের ছেলে আবুল কাসেম ওরফে তরিকুল (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হামিদুর রশিদ বলেন, জঙ্গি হামলার পরিকল্পনার জন্য জেএমবি সদস্যরা জমায়েত হচ্ছে- এমন সংবাদ পেয়ে রাত ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদের নেতৃত্বে সাইফুদ্দিন ওরফে সাইফুল ওরফে জামালের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ৩০/৩৫ জন পালিয়ে গেলেও সাইফুদ্দিন এবং আবুল কাসেম ওরফে তরিকুলকে ২০টি ককটেলসহ আটক করা হয়। পরে তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বিকেলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আব্দুলাহ/এএম/এআরএ/এবিএস