ঝিনাইদহে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরে পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পুড়োপাড়া বাজার থেকে এগুলো উদ্ধার করা হয়।
মহেশপুর থানা সদরের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান,পুড়োপাড়া বাজারে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ্ তিনটি বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, এগুলো বোমা কিনা তা পরীক্ষা করা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা এগুলো রেখে গেছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস