চাঁপাইনবাবগঞ্জে ২ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৬
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের ৫ থানায় অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আটকদের মধ্যে শিবগঞ্জ থানা পুলিশ ১৮ জনকে, গোমস্তাপুর থানা পুলিশ ১৭ জনকে, সদর মডেল থানা পুলিশ ৬ জনকে, নাচোল থানা পুলিশ ৪ জনকে এবং ভোলাহাট থানা পুলিশ একজনকে আটক করেছে।
তাদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন, ১৫১ ধারায় ২জন এবং ওয়ারেন্টের ৩৮ জন আসামি রয়েছে। আটকদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহা: আব্দুল্লাহ/এএম/এমএএস/আরআইপি