চাঁপাইনবাবগঞ্জে আটক দুই জেএমবির ৩ দিনের রিমান্ড


প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৬ জুলাই ২০১৬

চাঁপাইনবাবগঞ্জে বড় ধরনের নাশকতা চালানোর প্রস্তুতিসভা চলাকালে গত সোমবার আটক দুই জেএমবি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেনে।  

রিমান্ড নেয়া জেএমবি সদস্যরা হলেন, গ্রাম্য ডাক্তার সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে জামাল (৪০) ও আবুল কাসেম ওরফে তরিকুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইদুর রহমান আটক দুই জেএমবি সদস্যকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের “ক” অঞ্চলের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই সোমবার ভোররাত ৩টার দিকে ডিবি পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামে সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে জামালের বাড়ীতে অভিযান চালিয়ে গোপন সভা করার সময় ২০টি তাজা ককটেলসহ গ্রাম্য ডাক্তার সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে জামাল (৪০) ও আবুল কাসেম ওরফে তরিকুলকে  (৩৫) আটক করে।

মো. আব্দুল্লাহ/ এমএএস/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।