বগুড়ায় ২০ দলের মহাসড়ক অবরোধ, সমাবেশ


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

বগুড়া শহরের বনানীতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিছু সময় তারা সড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বনানী এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে শহরের মাটিডালিতে বিএনপি ও জামায়াতের সদর উপজেলা শাখার নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে সেখানে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে জোটের নেতারা বলেন, বগুড়ায় আর নাশকতা হতে দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে অচল করে দেওয়া হবে গোটা উত্তরাঞ্চল।

এদিকে লাগাতার অবরোধের তৃতীয় দিন বগুড়া থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে অটোটেম্পো চলাচল করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

বগুড়া পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জামায়াতের তিন নেতাকর্মীসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।