ঝিনাইদহে বাসের ধাক্কায় যুবক নিহত
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো বাজারের পাশে বাসের ধাক্কায় ইমন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সদর উপজেলার বোড়া গ্রামের মাজেদুল হকের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ইমন হোসেন আলমসাধুযোগে ঝিনাইদহ শহর থেকে দশমাইল বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ডাকবাংলো বাজারের পাশে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আলমসাধুটি ধাক্কা দেয়। এতে ইমনসহ দুজন আহত হয়।
এরপর সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস