পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার ৭নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার একই এলাকার ফকিরটারী গ্রামের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমানের মেয়ে হিরা মনি (১০) ও হিমু মনি (৫)। হিরা মনি উপজেলার স্থানীয় জহির হাজী মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যায় নিখোঁজের পর সোমবার সকালে নানা লুৎফর রহমানের বাড়ির পাশে একটি পুকুরে তাদের দুই বোনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারকে খবর দেয়। একসঙ্গে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/এমএস