ফুলছড়ির দুর্গম চরে জঙ্গিবিরোধী অভিযান


প্রকাশিত: ০৫:৫২ এএম, ২২ জুলাই ২০১৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ৫ ঘণ্টাব্যাপী বিশেষ এই অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি পরিত্যক্ত রামদা, ছোরা ও দা উদ্ধার করা হয়।

ফুলছড়ি উপজেলার দুর্গম চরখোলাবাড়ী, খঞ্চাবাড়ী, বাগবাড়ী ও গাবগাছী চরে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ এই অভিযানে র‌্যাব বিজিবি ও পুলিশের ১১৭ জন সদস্য অংশ নেন। অভিযান শেষে বেলা ১১টার তারা ফুলছড়ি থানায় ফিরে আসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ স্থানীয় সাংবাদিকদের বলেন, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি  নিখোঁজ ব্যক্তিদের তথ্য সন্ধান করছেন।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।