রানীশংকৈলে বজ্রপাতে মহিলাসহ দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২২ জুলাই ২০১৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এক মহিলাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলো, ধর্মগড় চেকপোস্ট গ্রামের হারেস আলীর ছেলে আমজাদ হোসেন (১৯) ও রাতোর বাবুরিয়া গ্রামের নরেন্দ্রনাথ ওরফে নয়নের স্ত্রী সম্পা রানী (২৮)। শুক্রবার বিকেলে এসব ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, বৃষ্টিপাতের সময় আমজাদ আলী সীমান্ত ঘেঁষা নাগর নদীতে গোসল করছিল। এসময় বজ্রপাত হলে তিনি মারা যান।

অপরদিকে, সম্পারানী বাড়ির উঠানে কাজ করছিল। এসময় বজ্রঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রবিউল এহসান রিপন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।