মঠবাড়িয়ায় সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৬ জুলাই ২০১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী লিটন পন্ডিত (৩০) নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

গ্রেফতার দুজন হলেন, মেয়রের ছোট ভাই ফরিদ ও নাছির উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মী।

মঠবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া পৌর শহরে কাপুড়িয়া পট্টি এলাকায় পৌর মেয়রের লোকজন তার ভাইকে হত্যা করে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দু্’গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী লিটন পন্ডিত নিহত হয়। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।

হাসান মামুন,পিরোজপুর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।