স্ত্রী-ছেলে-মেয়েকে হত্যার দায়ে ফাঁসি


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০১ আগস্ট ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী-ছেলে-মেয়েকে হত্যার দায়ে স্বামী ডা. আলমগীর হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিললুর রহমানের আদালত এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে জেলার মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-ছেলে-মেয়েকে জবাই করে হত্যা করে ডা. আলমগীর হোসেন। বর্তমানে তিনি পালতক রয়েছে। রায়ের সময় আসামি পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিল না।

হাসান মামুন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।