এক ইঞ্চি জমিও জঙ্গিবাদে ব্যবহার করতে দেয়া হবে না


প্রকাশিত: ১১:৫২ এএম, ০২ আগস্ট ২০১৬

শুধু কুড়িগ্রামের চরাঞ্চল নয়, বাংলাদেশের এক ইঞ্চি জমিও জঙ্গিবাদে ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করা হবে। জঙ্গিবাদ উৎখাত করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য আছে। কাজেই ধর্মের নামে দেশে জঙ্গিবাদ বরদাস্ত করা হবে না। যেখানেই তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান চালিয়ে জঙ্গিদের চিরদিনের মতো উৎখাত করা হবে।

Kurigram

বন্যা পরিস্থিতি নিয়ে হানিফ বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ করা হচ্ছে। সবার ঘরে ঘরে ত্রাণ দেয়া হবে। আর বন্যার পানি নেমে যাবার পর ব্যাপক পুনর্বাসন কর্মসূচি নেয়া হবে। প্রত্যেকটি দুর্গত পরিবার যেন যথেষ্ট পরিমাণ সহায়তা পায় সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি সিআইপি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা অ্যাড. আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

নাজমুল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।