ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৩ আগস্ট ২০১৬

ভারত থেকে বাংলাদেশের ফেনীর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওবাউনমি (৩৫ ) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাউর খুমা গ্রামে মো. আলমের বাড়িতে একজন বিদেশি নাগরিক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকা ঘিরে রাখে বিজিবি সদস্যরা। বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় তাকে আটক করা হয়।

আটক ওবাউনমি জানায়, মুম্বাই ইউনির্ভাসিটিতে অধ্যয়নের জন্য ১৪ ফেব্রুয়ারি ভারত আসেন তিনি। পরে দিল্লি হয়ে আগরতলা দিয়ে অবৈধ পন্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দিল্লির আরেক নাইজেরিয়ান নাগরিকের সহযোগিতায় সীমান্ত পাচারকারীর মাধ্যমে পরশুরামের মজুমদারহাটের সিএনজি চালক আলমের বাড়িতে অবস্থান নেয়। বিজিবি সংবাদ পেয়ে সকালে তাকে আটক করে।

তার কাছ থেকে একটি ল্যাপটপ, ৪৫ হাজার ৫২২ রুপি, চারটি মোবাইল, স্বর্ণালঙ্কার, ৯০পিস উইং গিসিক প্লাস ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

ফেনীস্থ-৪ বিজিবির পরিচালক লে. কর্নেল শামীম ইফতেখার নাইজেরিয়ান নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জহিরুল হক মিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।