পাহাড়ি ঢলে ফুলগাজীর ৫ গ্রাম প্লাবিত
গত দুই দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকে ফুলগাজী সদর ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, সাহাপাড়া, বরইয়া ও বসন্তপুর।
ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুহুরী নদীর বেড়ি বাঁধের ডান তীরে দৌলতপুর সেকান্দর মাস্টার বাড়ির পাশে ভাঙন দেখা দেয়। এতে প্রবল বেগে বন্যার পানি গ্রামে ঢুকে পড়ে এবং আশেপাশের পাঁচটি গ্রাম প্লাবিত হয়। গ্রামের রাস্তাঘাট ছাড়াও বাড়ি-ঘরে পানি ঢুকে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও বেশ কিছু পুকুরে মাছ ভেসে গেছে এবং আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম বলেন, ফুলগাজীতে মুহুরী নদীর বেড়ি বাঁধের ভাঙনের খবর শুনে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনের জন্য ভাঙন এলাকায় গিয়েছেন। পরিস্থিতি জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, বেড়ি বাঁধের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনে স্থানীয় লোকজনদের মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হবে।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর