জাতীয় ঐক্যের জন্য খালেদা জিয়া অনুপযুক্ত : ইনু


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৪ আগস্ট ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি সশস্ত্র জামায়াতের সঙ্গে জোটবদ্ধ ও সরাসরি  খুনিদের সিন্ডিকেটের প্রধান। সুতরাং গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য বেগম খালেদা জিয়া অনুপযুক্ত।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়দের সঙ্গে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া যেমন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেননি তেমনি স্ব-ঘোষিত জঙ্গি খুনিদেরও বাঁচাতে পারবেন না।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।