কালীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় দুই মহাসড়কের দু’পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা বেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় যান চলাচল শুরু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীগঞ্জের বেজপাড়ায় ঝিনাইদহ থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস ও ঝিনাইদহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মহাসড়কের ওপর বাস ও ট্রাক বিকল হওয়ায় ঘণ্টাব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সেই সঙ্গে মহাসড়কের দুই পাশের প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস