নড়িয়ায় নারী ভোটারের দীর্ঘ লাইন


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৭ আগস্ট ২০১৬

শরীয়তপুরের নড়িয়া পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, নড়িয়া পৌরসভায় মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছেন। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি।

নড়িয়া পৌরসভা নির্বাচকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলে রয়েছে বিজিবি ।

ভোটাররা জানান, আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিচ্ছি। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবো।

নড়িয়ার মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান, শহীদুল ইসলাম বাবু রাড়ি, মো. সাইদুজ্জামান ও আক্তার হোসেন।

উল্লেখ্য, নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করলে মেয়রের পদ শূন্য হয়।

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।