বাগেরহাটে দুইটি অজগর উদ্ধার


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৮ আগস্ট ২০১৬

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা থেকে দুইটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগর দুইটি সোমবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এর আগে সকালে মোড়েলগঞ্জের সন্ন্যাসী বাজারের বিসিআইসি সারের ডিলার গফফার কাজীর বাড়ির উঠানে জালের সঙ্গে জড়ানো অবস্থায় একটি অজগর সাপ ধরে এলাকাবাসী।

অপরদিকে, শরণখোলা উপজেলার আমরাগাছিয়া বাজার সংলগ্ন নয়ন সিং বাড়ির পুকুরে জালে জড়ানো আরো একটি অজগর আটকা পড়ে। অজগর আটকের সংবাদ মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় ৭ ফুট ও ৮ ফুট অজগর দুইটি এক নজর দেখার জন্য দুই বাড়িতেই ভিড় জমায় শত শত মানুষ।

Bagerhat-Ajogor

খবর পেয়ে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ওয়াল্ড টিম বাঘ প্রজেক্টের সদস্য আবু নাইমসহ দুই সদস্যের একটি টিম দুপুরে সন্ন্যাসী বাজার ও আমরাগাছিয়া বাজার থেকে অজগর দুইটি উদ্ধার করে।

পূর্ব-সুন্দরবনের ধানসাগর স্ট্রেশন কর্মকর্তা হওলাদার আজাদ কবির জানান, ওয়াল্ড টিম বাঘ প্রজেক্টের সদস্যদের মাধ্যমে আজগর দুইটি উদ্ধার করা হয়। এরপর দুপুরে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পে আজগর দুইটি অবমুক্ত করা হয়।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।