পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৮ আগস্ট ২০১৬

পঞ্চগড় জেলায় পুকুরের পানিতে ডুবে তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার দুপুরে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ছবারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তুতি রানী ওই এলাকার জয়কুমারের মেয়ে এবং রহিমা বেগম একই গ্রামের হাসিবুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে তুতি ও রহিমা বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। এ অবস্থায় দুই শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।